সোনালী লাইফের রাজশাহী মেট্রো শাখার নতুন ঠিকানায় যাত্রা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাজশাহী মেট্রো শাখাকে নতুন ও আধুনিক ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) নতুন এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকসেবা আরো সম্প্রসারিত ও শক্তিশালী করার এক নতুন অধ্যায়ের সূচনা করল।

শাখা ব্যবস্থাপক মো. ওবাইদুর রহমান মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক মোস্তফা কামরুস সোবহান ও শেখ মোহাম্মদ ড্যানিয়াল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টা পি কে রয়, সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোনালী লাইফের পরিচালক মোস্তফা কামরুস সোবহান তার বক্তব্যে বলেন, রাজশাহীতে নতুন এই শাখা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে আস্থা ও আত্মবিশ্বাস সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড‍্যানিয়াল বলেন, নতুন এই শাখা আমাদের সেই লক্ষ‍্য পুরণে আরও একধাপ এগিয়ে যাবে। 

বর্তমানে রাজশাহী বিভাগে সোনালী লাইফের ৫২টি শাখা অফিস রয়েছে, যেখানে ৩,৪৯৯ জন মাঠকর্মী নিরলসভাবে গ্রাহকসেবা প্রদান করে আসছেন। শুধু গত সাত মাসেই এই বিভাগে প্রথম বছরের প্রিমিয়াম ও রিনিউয়াল আয় হয়েছে সর্বমোট প্রায় ৮ কোটি টাকা এবং গ্রাহকদের বীমা দাবি বাবদ পরিশোধ করা হয়েছে ৬ কোটি টাকার অধিক।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স জীবন বীমা খাতে গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে। রাজশাহীতে নতুন মেট্রো শাখার উদ্বোধন প্রতিষ্ঠানটির সেই অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে।