আইডিআরএ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অর্থ দাবি: সতর্কবার্তা জারি

নিজস্ব প্রতিবেদক: কর্মকর্তা-কর্মচারীদের নাম ভাঙিয়ে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করার অভিযোগের প্রেক্ষিতে সতর্ক বার্তা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । সোমবার (২৯ সেপ্টেম্বর) এই সতর্ক বার্তা জারি করা হয়েছে।

সংস্থাটি বলছে, সম্প্রতি কর্তৃপক্ষের নজরে এসেছে যে, কিছু অসাধু ব্যক্তি ও মহল বিভিন্ন বীমা কোম্পানি, সার্ভে প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের নানা সুবিধা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছে।

তবে কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগতভাবে কোনো ধরনের আর্থিক বা অন্যান্য সুবিধা দাবি করতে পারেন না এবং এ ধরনের দাবির সাথে প্রতিষ্ঠানের কোন সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে আইডিআরএ।

একই সঙ্গে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই ধরণের কার্যক্রম অবৈধ, অনৈতিক এবং দণ্ডনীয় অপরাধ।

সতর্কবার্তায় আইডিআরএ জানিয়েছে, এ ধরনের অবৈধ দাবি পাওয়া গেলে কোনো অবস্থাতেই সাড়া দেয়া যাবে না। বরং অবিলম্বে লিখিতভাবে এবং প্রয়োজনীয় প্রমাণাদি (যদি থাকে) সংযুক্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে হবে।

কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এ সংক্রান্ত সতর্ক বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।