ময়মনসিংহে সানলাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা
ডেস্ক রিপোর্ট: সম্প্রতি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ময়মনসিংহ বিভাগের উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারপার্সন প্রফেসর রুবিনা হামিদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র সদস্য বোরহান উদ্দিন আহমেদ এবং পরিচালক (যুগ্ম সচিব) ড. মহাম্মদ বশিরুল আলম। প্রধান আলোচক ছিলেন কোম্পানির পরিচালক ড. কাজী আকতার হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রুবিনা হামিদ বলেন, গ্রাহকদের উন্নত সেবা দেয়ার জন্য আমাদের কর্মকর্তাদের মানোন্নয়নে কোম্পানি যথাযথ গুরুত্ব প্রদান করছে।
আইডিআরএ'র সদস্য বোরহান উদ্দিন আহমেদ বলেন, বীমা সেক্টরের উন্নয়নে বর্তমান সরকার পূর্বের যে কোন সময়ের চেয়ে অধিক আন্তরিক। এজন্য জনগণ বীমার প্রতি আগের চেয়ে বেশি আস্থাশীল হয়ে উঠছে।
কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন প্রকল্প পরিচালক ড. আইম নেছার উদ্দিন। কোম্পানির প্রকল্প পরিচালকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে গ্রাহকদের ৬০ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।