ব্রাহ্মণবাড়িয়ায় জেনিথ ইসলামী লাইফের জোনাল অফিস উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জোনাল অফিস উদ্বোধন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গতকাল রোববার কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অফিসের উদ্বোধন ঘোষণা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানির নির্বাহী পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ইনচার্জ কাজী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাদির ও উর্ধ্বতন নির্বাহী পরিচালক মো. দিদার হোসেন। এ ছাড়াও কোম্পানির স্থানীয় কর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।