সন্দ্বীপে সোনালী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

ডেস্ক রিপোর্ট: সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সন্দ্বীপ টাউন (তাকাফুল) শাখার উদ্যোগে সম্প্রতি বীমা গ্রাহক মোঃ হেলাল উদ্দীনের মরনোত্তর বীমা দাবির ২ লাখ টাকার চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাইনউদ্দীন (মিশন), অধ্যক্ষ মাওলানা মোঃ ইলিয়াছ, উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল মাওলা, প্রফেসর মাঈনউদ্দীন, বিশিষ্ট ব্যাংকার মোঃ কাজী শামসুল আহসান খোকন ও তরুণ উদ্যোক্তা মোঃ ফেরদৌস আহমদ কৌশিক।

এ ছাড়াও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিরেক্টর শেখ মোঃ ড্যানিয়াল, এএমডি মাওলানা মোঃ আলাউদ্দীন, এসজিএম মোঃ আকরব হোসাইন, ব্রাঞ্চ ইনচার্জ মোঃ মোবারক হোসাইনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)