প্রগতি লাইফের সাথে প্রাভা হেলথ'র করপোরেট চুক্তি
ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের সাথে একটি করপোরেট চুক্তি সাক্ষর করেছে। এ চুক্তির আওতায় প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সকল গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীর চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা প্রদান করবে। প্রগতি লাইফের সিইও মো: জালালুল আজিম এবং প্রাভা হেলথ এর সিইও সিলভানা কিউ সিনহা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি পত্রে স্বাক্ষর করেন।
এ সময় প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র জিএম এন্ড চিফ মেডিকেল কন্সালটেন্ট ডা. ক্যাপ্টেন (অব:) এ বি কে এম জুলফিকার, সিনিয়র ম্যানেজার ও মেডিকেল কন্সালটেন্ট ডা. শহিদুর রহমান ও প্রাভা হেলথ বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন সানজিভ কৃষ্ণা পাব্বিচেত্তি, চীফ অপারেটিং অফিসার; সাবরিনা ইমাম, ডিরেক্টর, আইটি এন্ড করপোরেট মার্কেটিং, সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)