সানলাইফ ইন্স্যুরেন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান উপলক্ষ্যে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দোয়া ও ইফতার মাহফিল-২০১৮ সম্প্রতি রাজধানী ঢাকার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ মালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএ'র ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও কোম্পানির চেয়ারপারসন প্রফেসর রুবিনা হামিদ। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম শরীফুল ইসলাম। অনুষ্ঠানে কোম্পানির পরিচালকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারি অংশগ্রহণ করেন।

কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গণমুখী বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম আসলাম রেজার সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির সিইও একেএম শরীফুল ইসলাম। অনুষ্ঠানে ইসলামী জীবন ব্যবস্থায় রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী একক বীমা (তাকাফুল) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আইম নেছার উদ্দিন।

প্রধান অতিথি আলহাজ্ব জাহিদ মালেক তার বক্তব্যে কোম্পানির প্রতিষ্ঠাতা মরহুম কর্নেল (অব.) এ মালেক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলকে কর্নেল (অব.) এ মালেক এর আদর্শ অনুসরণের আহবান জানান।

বিশেষ অতিথি কোম্পানির চেয়ারপারসন প্রফেসর রুবিনা হামিদ কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারিগণকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে কোম্পানির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধিতে নিরলসভাবে কাজ করার আহবান জানান।

পরিশেষে কোম্পানি, দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কোম্পানির শরী‘আহ্ কাউন্সিলের সদস্য মাওলানা মুফতি মানসুরুল হক। (সংবাদ বিজ্ঞপ্তি)