ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০১৮ পেয়েছে ন্যাশনাল লাইফ

ডেস্ক রিপোর্ট: “ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০১৮” পেয়েছে দেশের বেসরকারি লাইফ বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। গত ২৮ মে ব্যাংককে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের এ পুরস্কার গ্রহণ করেন।

বাংলাদেশের বীমা সেক্টরে “ব্যবসায় অগ্রসরমান কোম্পানি” হিসেবে ন্যাশনাল লাইফ এ অ্যাওয়ার্ড  লাভ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

ইন্ডিয়া চেম্বার অব কমার্স, ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং থাই চেম্বার অব কমার্স যৌথভাবে বীমা শিল্পে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, থাইল্যান্ড, শ্রীলংকা, নেপাল, ভুটান, মায়ানমার, লাওস এবং কম্বোডিয়ার বিভিন্ন বীমা কোম্পানিকে এ অ্যাওয়ার্ড প্রদান করে।