বিনামূল্যে ২ লাখ টাকার বীমা সুবিধা পাবেন উবার চালক ও যাত্রীরা
ডেস্ক রিপোর্ট: বিনামূল্যে ২ লাখ টাকার বীমা সুবিধা পাবেন উবার চালক ও যাত্রীরা। বাংলাদেশের জন্য এ সুবিধা চালুর কথা জানিয়েছে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে এ সুবিধা দেয়া হবে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উবার কর্তৃপক্ষ জানিয়েছে, উবার মোটো (মোটরসাইকেল) এবং উবারের চার চাকার যানবাহনের সেবা গ্রহণকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং এরফলে উবার ব্যবহারকারী যাত্রী বা চালকের মৃত্যু হয় অথবা স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন অথবা হাসপাতালে চিকিৎসা নেন তাহলে তারা বিনামূল্যে বীমা সুবিধা পাবেন।
বীমা পলিসির শর্ত অনুসারে, উবার ব্যবহারকালে দুর্ঘটনায় কোন যাত্রী বা চালকের মৃত্যু হলে ২ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। এ ছাড়াও স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং হাসপাতালে চিকিৎসা নিলে সর্বোচ্চ ১ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।
চালক ও যাত্রীদের মধ্যে উবার ব্যবহারের অভিজ্ঞতা বাড়াতে এবং বাজারে অর্থবহ প্রভাব বিস্তারে এ ঘোষণা তাদের চেষ্টার প্রতিফলন বলে জানিয়েছেন উবারের ইন্ডিয়া (নর্থ, ইস্ট, ওয়েস্ট) অ্যান্ড সাউথ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক প্রভজিৎ সিং।
তিনি বলেন, বাংলাদেশে রাইড শেয়ারিং সেবার জনপ্রিয়তা বাড়ছে এবং অনেকেই এ সুবিধা গ্রহণ করছে। তাই বীমা সুবিধা এই রাইড শেয়ারিং খাতের ভবিষ্যৎকে একটি কাঠামোর ওপর দাঁড় করাতে অগ্রগামী ভূমিকা পালন করবে।