পপুলার লাইফের একক বীমা প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একক বীমা প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কোম্পানির সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির উপদেষ্টা বি এম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট আবদুল আউয়াল হাওলাদার, সাবেক যুগ্ম সচিব ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট মোঃ আনিস উদ্দিন মিঞা, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান, উর্ধ্বতন প্রকল্প পরিচালক বি এম শাহজাহান, প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক ও ফরিদ উদ্দিন নিজামী প্রমুখ।