মনজুরুর রহমান ডেল্টা লাইফের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
ডেস্ক রিপোর্ট: সম্প্রতি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে মনজুরুর রহমানকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করেছেন। তিনি কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক।
মনজুরুর রহমান প্রায় অর্ধশতাব্দি ধরে ব্যাংক, বীমা ও চা ব্যবসার সঙ্গে জড়িত। তিনি পূবালী ব্যাংক লিঃ পূর্বতন ইষ্টার্ণ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। বর্তমানে তিনি উক্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সম্মানিত সদস্য এবং রিস্ক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও মনজুরুর রহমান, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিঃ এর একজন স্বতন্ত্র পরিচালক। রেমা টি কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানি (বিএপিএলসি) এর একজন নির্বাচিত সদস্য।
তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান তথা, ঢাকা ক্লাব লিঃ ও কুর্মিটোলা গল্ফ ক্লাবের সদস্য। ব্যক্তি জীবনে তিনি বহু দাতব্য প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন। মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য স্নাতক ডিগ্রি অর্জন করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)