পপুলার লাইফের আলোচনা সভা

মাদক বিরোধী সচেনতা সৃষ্টিতে বীমা কর্মীদের ভূমিকা

ডেস্ক রিপোর্ট: মাদক বিরোধী সচেনতা সৃষ্টিতে বীমা কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়াম গত বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক)'র কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আখতার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) নিরোধ শিক্ষা মু. নুরুজ্জামান শরীফ, দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীসহ বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ।