প্রগতি লাইফের সাথে এসকিউ গ্রুপের গোষ্ঠী বীমা চুক্তি

ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সাথে সম্প্রতি গোষ্ঠী জীবন বীমা চুক্তি স্বাক্ষর করেছে এসকিউ গ্রুপ।

প্রগতি লাইফের সিইও মোঃ জালালুল আজিম ও এসকিউ গ্রুপের চীফ পিপল অফিসার ওয়ারিসুল আবিদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে এসকিউ গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের গোষ্ঠী জীবন বীমার সেবা প্রদান করবে প্রগতি লাইফ। (সংবাদ বিজ্ঞপ্তি)