ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে গার্ডিয়ান লাইফের সম্মেলন

ডেস্ক রিপোর্ট: ব্যবসায়িক সাফল্য অর্জনকারী কর্মকর্তাদের নিয়ে বার্ষিক সম্মেলন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। রোববার রাজধানীর ব্রাক সেন্টার ইন-এ অনুষ্ঠিত সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির ফিন্যান্সিয়াল এ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারসহ নির্বাচিত ১২০ জনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। কোম্পানির পরিচালক মণ্ডলীর সদস্য হিসেবে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও মার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আখতার হাসান উদ্দিন (এলিস) এতে উপস্থিত ছিলেন।

এছাড়া গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এম মনিরুল আলম, চীফ অপারেশন অফিসার মো. সাজ্জাদুল করিম, এসইভিপি ও আইএলবি প্রধান মো. আ. মান্নান, এসভিপি ও জিএলবি প্রধান মাজহারুল ইসলাম রানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বার্ষিক ব্যবসার উপর ভিত্তি করে ৪ জনকে মালয়েশিয়া ভ্রমণ, ৪ জনকে শিলং-গুয়াহাটি ভ্রমণের জন্য পুরষ্কৃত করা হয়। তাছাড়া ১৪ জন সফল উন্নয়ন কর্মকর্তাকে স্মার্টফোন উপহার দেয়া হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৭ সালের এই সম্মেলন শেষ হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)