বাঞ্ছারামপুরে ফারইষ্ট ইসলামী লাইফের মৃত্যু দাবির চেক হস্তান্তর

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় দেড় লাখ টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করেছে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। বাঞ্ছারামপুর মহিলা জোন কার্যালয়ে শনিবার এই চেক হস্তান্তর করা হয়।

রূপসদিয়া সাংগঠনিক অফিসের ব্রাঞ্চ কো-অর্ডিনেটর অ্যান্ড ইনচার্জ মিয়া মো. রকিব উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানির কুমিল্লাহ ডিভিশনের ইভিপি অ্যান্ড ইনচার্জ আলহাজ মো. হিফজুর রহমান।  

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সার্ভিস সেন্টারের ভিপি অ্যান্ড ইনচার্জ মো. আজাদ হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন কোম্পানির বাঞ্ছারামপুর মহিলো জোনের এভিপি অ্যান্ড ইনচার্জ রুমী আকতার।

অনুষ্ঠানে মৃত বীমা গ্রাহক বাদল মিয়ার স্ত্রী ও নমিনী জাহানারা বেগমের হাতে ১ লাখ ৫২ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করেন আলহাজ মো. হিফজুর রহমান। এসময় বাঞ্ছারামপুর জোনের সর্বস্তরের কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)