ট্রাস্ট ইসলামী লাইফের সিইও হিসেবে মাহফুজুল বারী চৌধুরীর অনুমোদন
ডেস্ক রিপোর্ট: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে অনুমোদন লাভ করেছেন মো. মাহফুজুল বারী চৌধুরী। সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তাকে অনুমোদন দিয়েছে ।
এরআগে পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বায়রা লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ও আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৭৩ সালের মার্চে জীবন বীমা করপোরেশনে তার বীমা পেশায় কর্ম জীবন শুরু। পরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে কাজ করেছেন। দীর্ঘ ৪৪ বছর ধরে তিনি বীমা পেশায় সম্পৃক্ত।
ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলার আতুকুড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন মাহফুজুল বারী চৌধুরী। মরহুম আব্দুল মুনেম চৌধুরী তার পিতা, মাতার নাম মরহুমা আছিয়া খাতুন চৌধুরী। আমেরিকা প্রবাসী ২ পুত্র ও ২ কন্যা সন্তানের তিনি জনক। (সংবাদ বিজ্ঞপ্তি)