পিরোজপুরে ট্রাস্ট ইসলামী লাইফের সাংগঠনিক অফিস উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের মিয়ারহাট বাজারে সাংগঠনিক অফিস উদ্বোধন করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। রোববার জেলার নেচারাবাদের মহিলা কলেজ রোডস্থ হাজী ভবনে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন এসএএমডি মিজানুর রহমান, ৯ নং সটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান আলহাজ গাউছ তালুকদার এবং ইনচার্জ ও এসইভিপি সাংবাদিক কে এম হাছান।
কোম্পানির ইভিপি ডা. মাওলানা মো. লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দুহার ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশনের শিক্ষক মো. মোস্তাক আহমেদ। অন্যান্যের মধ্যে তসলিমা খানম, ফারহানা, ফাহিমা, মনিরুল ইসলাম, কবির প্রমুখ উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)