মিরপুরে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন ও পরিচিতি সভা
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মিরপুর বিভাগীয় অফিসে রোববার ব্যবসায় উন্নয়ন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (উ.) ইফতেখার আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর বিভাগীয় অফিসের ইনচার্জ ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) মো. মনিরুল ইসলাম রুবেল এবং বিশেষ তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী তাপস কুমার বর্মন। সভাশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। (সংবাদ বিজ্ঞপ্তি)