ট্রাস্ট ইসলামী লাইফের নারায়ণগঞ্জ শাখার উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নারায়ণগঞ্জ শাখার যাত্রা শুরু হয়েছে। কোম্পানিটির মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গিয়াস উদ্দিন সোমবার দুপুরে নতুন এই শাখা উদ্বোধন করেন।
ট্রাস্ট ইসলামী লাইফ এই শাখার মাধ্যমে নারায়ণগঞ্জের জনসাধারণকে বীমার পরিপূর্ণ সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশা ব্যক্ত করেন গিয়াস উদ্দিন । এ লক্ষ্যে তিনি সকল মাঠকর্মীকে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন ।
এসময় কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (উন্নয়ন) মিজানুর রহমান মিজান এবং এসএএমডি মিজানুর রহমানসহ অন্যান্য উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে মাঠকর্মী ও সাধারণ গ্রাহকদের উপস্থিতিতে নতুন এই শাখা মুখরিত ছিল। (সংবাদ বিজ্ঞপ্তি)