কক্সবাজারে মেঘনা লাইফের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মী সম্মেলন সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।। সম্মেলনে কর্মীদের পাশাপাশি কোম্পানির একক বীমা, লোক বীমা, ইসলামী বীমা (তাকাফুল), ডিভিশনের উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মুখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্রের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনসালট্যান্ট দাস দেব প্রসাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডিএস তাইফুল ইসলাম প্রমুখ।

২০১৬ সালে নানা প্রতিকুলতার মধ্যেও লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি নিজাম উদ্দিন। তিনি পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও নিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে বীমার উপকারিতা সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন খুব শিগগিরই বীমা শিল্প জাতীয় অর্থনীতিতে অধিকতর ভূমিকা রাখবে।

কোম্পানির তিনটি বীমা ডিভিশনের আওতায় বিভিন্ন পর্যায়ের মাঠকর্মীদের মধ্যে ২০১৬ সালে সুনিদিষ্ট লক্ষ্যমাত্রা ভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীগণকে পুরস্কার হিসেবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে তিন দিনের আনন্দ ভ্রমণ ঘোষণা করা হয়।

বিজয়ী প্রায় ১ হাজার ২শ' মাঠকর্মী ৪-৬ মে কক্সবাজার ভ্রমণ করেন। আনন্দ ভ্রমণকালে কোম্পানি কর্তৃক আয়োজিত উন্নয়ন সভা, নানা প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন কর্মীরা।  (সংবাদ বিজ্ঞপ্তি)