জেনিথ ইসলামী লাইফের মিরপুর ডিভিশনাল অফিস উদ্বোধন 

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মিরপুর ডিভিশনাল অফিস উদ্বোধন করা হয়েছে। রোববার কোম্পানির চেয়ারম্যান ও সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন। 

কোম্পানির এসএএমডি মনিরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির ডিএমডি ইফতেখার আল মামুন, মহা-ব্যবস্থাপক ও অর্থ হিসাব মনজুর আহম্মেদ, এসভিপি তাপস কুমার বর্মন। এছাড়া কোম্পানির মিরপুর ডিভিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি