মেঘনা লাইফের ২১ বছর পূর্তি উদযাপন
ডেস্ক রিপোর্ট: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১ বছর পূর্তি ও ২২ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির নিজস্ব ভবনে সোমবার এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এবং দোয়া পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব (ভারপ্রাপ্ত) ও পেশ ঈমাম মাওলানা এহছানুল হক জিলানী।
এ সময় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্র, পরিচালক নাসির উদ্দিন আহমেদ, রিয়াজ উদ্দিন আহমেদ, এম সামসুদ্দিন আহমদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডিএস তাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, মেঘনা লাইফ এ পর্যন্ত ১৯ হাজার মৃত্যু দাবী ও ৩ লাখ ৬৫ হাজার মেয়াদোত্তীর্ন দাবী বাবদ প্রায় ১ হাজার ৮শ' কোটি টাকা পরিশোধ করেছে। নিয়ম-নীতির মধ্যে থেকে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)