দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৭তম এজিএম অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি: র ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে রোববার এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দীনের সভাপতিত্ব বার্ষিক সাধারণ সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত বছরের জন্য ১১% নগদ লভ্যাংশ (১১% ক্যাশ ডিভিডেন্ট) ঘোষণা করা হয়।

সভায় সম্মানিত পরিচালকবৃন্দ, উদ্যোক্তা শেয়ারহোল্ডারগণ এবং কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)