সিরাজগঞ্জে এসবিসি'র শস্য বীমা নিয়ে কর্মশালা ও দাবি পরিশোধ
ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জে আবহাওয়া সূচকভিত্তিক পরীক্ষামূলক শস্য বীমা প্রকল্পের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও বীমা গ্রহীতা কৃষকদের দাবি পরিশোধ করেছে সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) ।
শনিবার কামারখন্দে এনডিপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ৫০০ বীমা গ্রাহক কৃষকের মাঝে ২১ লাখ ৭৮ হাজার ৫শ' টাকার চেক হস্তান্তর করা হয়।
প্রকল্প পরিচালক ওয়াসিফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিসি'র জেনারেল ম্যানেজার (দায়গ্রহণ, দাবি এবং অর্থ ও হিসাব বিভাগ) বিবেকানন্দ সাহা।
এসময় সাধারণ বীমা করপোরেশনের ডিজিএম (পুনর্বীমা বিভাগ) মো. জাকির হোসেন, ডিজিএম (প্রশাসন) মো. আবদুল বারেক, রাজশাহী জোনের ইনচার্জ মো. শফিকুল আজম এবং এনডিপি'র নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান উপস্থিত ছিলেন।
এছাড়া আবহাওয়া অধিদপ্তর, উপজেলা কৃষি কর্মকর্তা, ব্যাংক, বিভিন্ন এনজিও, এমএফআই এবং কৃষক প্রতিনিধিগণ প্রশিক্ষণ কর্মশালা ও বীমা গ্রহীতা কৃষকদের মাঝে বীমা দাবি পরিশোধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)