কক্সবাজারে প্রগতি লাইফের বার্ষিক সম্মেলন
সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের হোটেল সী প্যালেসে সম্প্রতি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম।
সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া সহ সকল প্রকল্প প্রধানগণ।
সারাদেশ থেকে সফল উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনের শুরুতে, কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান প্রগতি লাইফের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রজত জয়ন্তী পালনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে লোগো উম্মোচনের মাধ্যমে ও কেক কেটে উদ্বোধন করেন।
সম্মেলনে ২০২৪ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরষ্কার প্রদান করা হয়। সম্মেলনে ২০২৪ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২৫ সালের ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। ব্যবসায় সাফল্য অর্জনের ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।