আইডিআরএ চেয়ারম্যানের সাথে ইউনাইটেড ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ বিজ্ঞপ্তি: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসরকারি খাতের নন-লাইফ বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর দিলকুশায় আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে বীমা কোম্পানিটির সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আইডিআরএ সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক, সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ইউনাইটেড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কেএম আহসান শামীম, মুখ্য নির্বাহী কর্মকর্তা খাজা মানজার নাদিম এবং কোম্পানি সচিব মো. সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।