ময়মনসিংহে ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমার উন্নয়ন সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গণ-গ্রামীণ বীমার ময়মনসিংহ জোন অপারেশন সেন্টারের আওতাধীন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শহরের গ্রামাউস-সেন্টারে এই সভা আয়োজন করা হয়।

সভায় কেন্দ্রীয় কার্যালয় থেকে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক, ইভিপি (আইটি) মো: শামীম রেজা এবং এভিপি (উন্নয়ন) বিপুল চন্দ্র ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন উন্নয়ন ব্যবস্থাপক মো. আব্দুল জলিল, অপারেশন ম্যানেজার মো. মজিবুর রহমান ও সহকারী উন্নয়ন ব্যবস্থাপক মো. মাসুদুর রহমান।

ফিন্যান্সিয়াল এসোসিয়েট এবং ইউনিট ম্যানেজার সমন্বয়ে আয়োজিত সভায় কর্মীরা তাদের ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি তুলে ধরাসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

‘স্বপ্ন বাচুক ঘরে ঘরে, গণ-গ্রামীণ বীমাকে সঙ্গে করে’ এই স্লোগানকে সামনে রেখে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক ক্ষুদ্রবীমার কার্যক্রমকে আরও প্রসারিত করে সামনে এগিয়ে নিতে কর্মীদের নিবিড়ভাবে কাজ করার জন্য আহবান জানান।