ঢাকায় ৩ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। সোমবার (২৮ এপ্রিল) কোম্পানির প্রধান কার্যালয়ে ঢাকা এরিয়া, মতিঝিলের উদ্যোগে আয়োজিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বীমা দাবির এই চেক হস্তান্তর করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো. কাজিম উদ্দিন বলেন বীমা একটি সেবামূলক পেশা। বীমার মাধ্যমে বাধ্যর্কজনিত সময়ে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয় ও অকাল মৃত্যুতে পরিবারকে আর্থিক নিরাপত্তা দেয়া হয়। এক সময় মানুষ বীমার প্রতি অনাগ্রহী ছিলেন। এখন মানুষ বীমার প্রতি আগ্রহী হয়ে উঠছে।

তিনি আরো বলেন ২০২৪ সালে ন্যাশনাল লাইফ ১ হাজার ২০৮ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। ন্যাশনাল লাইফের দাবি পেতে গ্রাহককে হয়রানীর শিকার হতে হয়না। আমরা ১ ঘন্টার মধ্যে দাবি পরিশোধ করি এবং প্রয়োজনে মানুষের বাড়ি গিয়ে টাকা পৌঁছে দেই।

কোম্পানির ঢাকা এরিয়া, মতিঝিলের উন্নয়ন প্রধান মনির আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, তাকাফুল কেন্দ্রিয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন ও জোন প্রধানবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় ৬ শত উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।