গ্রেস কক্স স্মার্ট হোটেল ও চার্টার্ড লাইফের করপোরেট চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজারে অবস্থিত গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি চার্টার্ড লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব এডিসি এস.এম সাঈদ হোসেন এবং গ্রেস কক্স স্মার্ট হোটেলের হেড অব অপারেশনস ফয়সাল আহমেদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেস কক্স স্মার্ট হোটেলের সিনিয়র এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং রাহাত রহমান, এক্সিকিউটিভ রিজার্ভেশন এন্ড সেলস ইয়াসরা ফারনাজ আহমেদ এবং চার্টার্ড লাইফের সিনিয়র ম্যানেজার ও হসপিটাল নেটওয়ার্ক মোহাম্মদ নিজামুল ইসলাম, সিনিয়র ম্যানেজার ও এডিসি মির্জা মো. নাবির উদ্দিন।

উক্ত চুক্তির আওতায় চার্টার্ড লাইফের গ্রাহকগণ গ্রেস কক্স স্মার্ট হোটেল থেকে অগ্রাধিকার সুবিধা এবং বিশেষ ছাড় উপভোগ করবে।