ব্লোসম গ্রুপ এবং চার্টার্ড লাইফের মধ্যে করপোরেট চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ব্লোসম গ্রুপের মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ এবং ব্লোসম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির হাসনাত স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লোসম গ্রুপের চীফ অপারেটিং অফিসার আবুল হাসনাত মাহাবুব জামান, গ্রুপ চীফ রেভিনিউ অফিসার মনিরুল হাসান এবং চার্টার্ড লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব করপোরেট বিজনেস রাজন চন্দ্র সাহা ও ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব করপোরেট অপরেশনস মো. কামরুল আহছান মজুমদার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উক্ত চুক্তির আওতায় ব্লোসম গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের গ্রুপ জীবন বীমা সুবিধা প্রদান করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।