ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমার বরিশাল এবং ঝালকাঠী জকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমার আওতাধীন বরিশাল জক এবং ঝালকাঠী জকের বীমা এজেন্ট ও ইউনিট ম্যানেজারদের নিয়ে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়। সোমবার (২৮ এপ্রিল) বরিশাল সদর রোডে অবস্থিত অশ্বিনী কুমার হলে এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

২০০ জনের অধিক প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণটি পরিচালনা করেন বীমা বিপণনে অভিজ্ঞ প্রশিক্ষক নেক্সট লেভেলের সিইও আলামিন মোহাম্মাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ-গ্রামীণ বীমার কেন্দ্রীয় উন্নয়ন প্রশাসন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বরিশাল জক ও ঝালকাঠী জকের উন্নয়ন ব্যবস্থাপক ও জক অপারেশন ইনচার্জবৃন্দ।