কক্সবাজারে সন্ধানী লাইফের বার্ষিক সম্মেলন
সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের হোটেল কক্স টু-ডে অডিটরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শাফাফ রহমান সাদ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।
সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান শাহেদুজ্জামান চৌধুরী (এফসিএ), পরিচালক কর্নেল ওয়েস হুদা (অবসরপ্রাপ্ত), সন্ধানী লাইফ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল সালেহ আহমেদ (অবসরপ্রাপ্ত), গ্রুপ এ্যাডভাইজার মাহমুদুল বারী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ইদ্রিস মিয়া তালুকদার।
এছাড়াও মনিটরিং ইনচার্জগণ, সুপার স্টার (টপ-১০), রাইজিং ষ্টার (কোটিপতি-০৯) সাইনিং স্টার (কোটিপতি-০২জন), রিন্যুয়াল টপ কালেকশন (টপ-১০) রিন্যুয়াল তৃতীয় বর্ষ টপ পারসিসটেন্সী (৩জন) রিন্যুয়াল চতুর্থ বর্ষ টপ পারসিসটেন্সী (৩জন) সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০০ জন ব্যবসা সফল উন্নয়ন কর্মী ও কর্মকর্তাবৃন্ধ অংশগ্রহন করেন। তারা ২০২৫ সালের নতুন রিক্রোটমেন্ট, নবায়ন পারসিসটেন্সী বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়ীক কার্যক্রম আরো বেগবান করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদেরকে ২০২৪ সালের ব্যবসার উপর ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।