একেএস খান ফার্মাসিউটিক্যালসের সাথে মেটলাইফের চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: কর্মীদের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করতে মেটলাইফের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেড। একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কার্যালয়ে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় একেএস খান ফার্মাসিউটিক্যালসের কর্মীরা গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন। বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট।

এছাড়াও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমা দাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে একেএস খান ফার্মাসিউটিক্যালস।

বাংলাদেশে মেটলাইফ ৯ শ’রও বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি ব্যক্তি ও তাদের ওপর নির্ভরশীলদের জন্য বীমা সুরক্ষা নিশ্চিত করে আসছে। ২০২৪ সালে মেটলাইফ বাংলাদেশ ২ হাজার ৮৯৫ কোটি টাকার বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একেএস খান ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সামানজার শামা খান এবং মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার তৌহিদুল আলম।