চার্টার্ড লাইফ ও জেনেরিক হেলথকেয়ারের মধ্যে করপোরেট চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং জেনেরিক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ এবং জেনেরিক হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা এমডি এন্ড সিইও ড. ফয়সাল রহমান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চার্টার্ড লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব এডিসি এস. এম সাঈদ হোসেন, সিনিয়র ম্যানেজার হসপিটাল নেটওয়ার্ক মো. নিজামুল ইসলাম এবং জেনেরিক হেলথকেয়ারের পক্ষে এসিস্ট্যান্ট ডিরেক্টর মেডিকেল সার্ভিস ড. ফারহানা আফরিন ও জেনারেল ম্যানেজার অপারেশন্স মো. মুজতবা আলী মাসুম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তির আওতায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক এবং তাদের পরিবারবর্গ জেনেরিক হেলথকেয়ার লিমিটেড থেকে বিশেষ ছাড় সুবিধা ভোগ করবে।