আজগর আলী হাসপাতালের সঙ্গে জেনিথ ইসলামী লাইফের স্বাস্থ্য সেবা চুক্তি
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় অবস্থিত আজগর আলী হসপিটালের সাথে স্বাস্থ্য সেবা প্রদান সংক্রান্ত একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সম্প্রতি অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজগর আলী হসপিটালের পক্ষে প্রতিষ্ঠানের সিইও ও পরিচালক প্রফেসর জাবরুল এস এম হক এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে কোম্পানিটির সিইও (সিসি) এসএম নুরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত চুক্তির ফলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মকর্তা ও বীমা গ্রাহকরা স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ সেবা গ্রহণ করতে পারবেন। (সংবাদ বিজ্ঞপ্তি)