নরসিংদীতে ন্যাশনাল লাইফের সার্ভিস সেন্টারের উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি: গ্রাহক সেবা দ্রুত ও সহজ করতে নরসিংদীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ জুলাই) নরসিংদীতে সিএনবি রোড়স্থ কোম্পানির এরিয়া কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ফিতা কেটে সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ২ কোটি ১৭ লাখ টাকার বীমা দাবির চেক গ্রাহকদের মাঝে হস্তান্তর করেন।
কোম্পানির নরসিংদী এরিয়া ইনচার্জ ও ডিভিপি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, প্রধান কার্যালয়ের পলিসি সার্ভিস বিভাগের প্রধান মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে নরসিংদী এরিয়ার প্রায় ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
প্রধান অতিথি বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, আমরা দ্রুত সময়ে গ্রাহকের দাবি পরিশোধ ও সর্বোচ্চ সেবা প্রদান করি। নরসিংদী এরিয়ায় গ্রাহক সেবা আরো সহজ করতে এই সার্ভিস সেন্টারের উদ্বোধন। তিনি আরো বলেন, বীমা মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে। যে কোন বিপদের মুহূর্তে বীমা মানুষের পাশে দাঁড়ায়।