জেনিথ ইসলামী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স
নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্র্যান্ড ওপেনিং ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এ কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য এস এম নুরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন।
কনফারেন্সে সারাদেশ থেকে বীমা কোম্পানিটির ২ শতাধিক বিএম ও এক্সিকিউটিভ অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবসা সফল কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।