ফরিদপুরে ৫২ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: ফরিদপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৫২ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। বুধবার (৩০ জুলাই) ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ফরিদপুর ও রাজবাড়ী জোনের ২৬ জন গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন।
ফরিদপুর এরিয়া ইনচার্জ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, ভাইস প্রেসিডেন্ট জি এম হেলাল উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জোনের জোন প্রধান লতিফুর রহমান ও রাজবাড়ী জোনের জোন প্রধান মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. কাজিম উদ্দিন বলেছেন, দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করা সম্ভব। যত দ্রুত দাবি পরিশোধ করা হবে তত বেশী বীমা পলিসি বিক্রি হবে এবং কোম্পানির সুনাম বৃদ্ধি হবে। ন্যাশনাল লাইফ সততার সাথে এ কাজটি করে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল লাইফ সর্বোচ্চ দাবি পরিশোধের জন্য পরপর দু’বার রাস্ট্রীয় সম্মাননা লাভ করে।
পরে তিনি কর্মীদের প্রতি সফলতা অর্জনে সততা, নিষ্ঠা ও ধৈর্যের সাথে কাজ করার আহবান জানান।