চট্রগ্রামে সোনালী লাইফের ম্যানেজারস ট্রেনিং ও বিজনেস ডেভেলাপমেন্ট মিটিং
সংবাদ বিজ্ঞপ্তি: বন্দরনগরী চট্রগ্রামে অনুষ্ঠিত হলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দীন ফারুকী টেরিটরির ম্যানেজারস ট্রেনিং ও বিজনেস ডেভেলাপমেন্ট মিটিং। শনিবার (৯ আগস্ট) বন্দরনগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু মোহনা কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মহিউদ্দিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালক শেখ মো. ড্যানিয়েল, প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিশেষ বক্তা ছিলেন সোনালী লাইফের সিএফও মোহামদ আব্দুল হান্নান এফসিএ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাস গুপ্ত, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন এবং চট্টগ্রাম টেরিটোরির সকল ব্রাঞ্চ ম্যানেজার ও ইউনিট ম্যানেজারবৃন্দ।
অনুষ্ঠানে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করেন সোনালী লাইফের সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল। পরবর্তীতে বক্তারা ২০২৫ সালে সোনালী লাইফের ব্যবসায়িক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তা বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়া গত ১২ বছরে সোনালী লাইফের অর্জন এবং ভবিষ্যত সমস্যাসমূহ ও সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন।
উল্লেখ্য, সোনালী লাইফের ২৪৬টি শাখা অফিসের মধ্যে শুধুমাত্র চট্রগ্রামে বিভাগে ১০৭টি শাখা অফিস অত্যন্ত দক্ষতার সহিত সার্বিক কার্যকম পরিচালনা করছে। তন্মধ্য শুধুমাত্র চট্রগ্রাম জেলায় ৩৩টি শাখা অফিসের মাধ্যমে সোনালী লাইফ গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করছে।
বীমা দাবি পরিশোধে সোনালী লাইফ বরাবরের ন্যায় ধারাবাহিকতা বজায় রেখে শুধুমাত্র ২০২৫ এর জুলাই পর্যন্ত প্রায় ১৭৮ কোটি টাকা পরিশোধ করেছে। এছাড়া প্রিমিয়াম আয়ে চট্রগ্রাম বিভাগ শ্রেষ্ঠত্ব ধরে রেখে গত সাত মাসে প্রথম বছরের প্রিমিয়াম আয় ছিল ৫৬ কোটির অধিক এবং রিনিওয়াল প্রিমিয়াম আয় ছিল প্রায় ১৫৩ কোটি টাকা। ভবিষ্যতেও অগ্রগতির এই ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সকলে আশা ব্যক্ত করেন।