বিজিআইসিতে এএমডি হিসেবে যোগদান করলেন রাশিদা বানু
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’তে মিসেস রাশিদা বানু অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন। রোববার (৩ আগস্ট) তিনি যোগদান করেন।
এর আগে তিনি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ছিলেন, উল্লেখ্য মিসেস রাশিদা বিজিআইসি থেকে তার কর্মজীবন শুরু করেছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও মালয়েশিয়ান ইন্স্যুরেন্স ইনস্টিটিউট থেকে ডিএমআইআই এবং লন্ডনের চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট থেকে এসিআইআই ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের সিআইআই-এর একজন চার্টার্ড বীমাবিদ এবং অস্ট্রেলিয়ার এএনজিআইএফ-এর একজন সিনিয়র অ্যাসোসিয়েট সিআইপি, তিনি সুইজারল্যান্ডের ‘সুইস ইন্স্যুরেন্স ট্রেনিং সেন্টার’ থেকে নন-লাইফ বিষয়ে উচ্চতর এবং মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।
মিসেস রাশিদা যুক্তরাজ্য, মালয়েশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় বহু সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।