বিআইপিডি’র নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহাদাত হোসেন

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা কর্মীদের প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান বিআইপিডি’র নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন।

বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)’র ২৬তম বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। রোববার (২৪ আগস্ট) বিআইপিডি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ড. মোহাম্মদ শাহাদাত হোসেন বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স ও ফিজিক্স বিভাগের প্রফেসর হিসেবে এবং আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে নিযুক্ত আছেন।

২০১১ সালে তিনি জার্মানির কেমনিটজ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে তিনি মেরিট স্কলারশিপ পেয়েছেন।

তিনি ২০১৪ সাল থেকে ইন্টারন্যাশনাল ম্যাক্স-প্ল্যাঙ্ক ইনস্টিটিউট (এমপিআই), ম্যাগডেবার্গ, জার্মানির রিসার্চ ভিজিটর হিসেবে নিয়োজিত রয়েছেন।

দেশী-বিদেশী বিভিন্ন পত্রিকায় তার অর্ধশতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি জার্মানি, ইটালী, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ অনেক দেশ ভ্রমণ করেছেন।