ছুটি রিসোর্ট ও মেটলাইফের মধ্যে সমঝোতা
সংবাদ বিজ্ঞপ্তি: ছুটি রিসোর্টের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ। সম্প্রতি এই এমওইউ’র ফলে গাজীপুর, পূর্বাচল এবং অরণ্যবাস ছুটি রিসোর্টের রুম রেটে ৫০% এবং ডে লং প্যাকেজে ৫% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা।
মেটলাইফের ইস্যু করা লাইফ কার্ড দেখিয়ে এ বিশেষ ছাড় উপভোগ করা যাবে। ওয়ান বাই মেটলাইফ মোবাইল অ্যাপ থেকে এ কার্ডের ডিজিটাল কার্ড ডাউনলোড করা যাবে। গ্রাহকদের জন্য লাইফস্টাইল কেন্দ্রিক সুবিধা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে মেটলাইফ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছুটি গ্রুপ থেকে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ আরিফী এবং গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার এবং ম্যানেজার মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট শিউলি আক্তার।