২ লাখ ৪০ হাজার টাকার দাবি পরিশোধ করলো জেনিথ ইসলামী লাইফ
ডেস্ক রিপোর্ট: বীমা গ্রাহক মরহুম শাহ জামালের মৃত্যুদাবি বাবদ ২ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
কোম্পানির প্রধান কার্যালয়ে সম্প্রতি বীমা গ্রাহকের নমিনি তার স্ত্রী মোসাম্মৎ হোসনেয়ারা জামাল এর নিকট হস্তান্তর করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চেক হস্তান্তর করেন মূখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) এস এম নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- ডিএমডি (উ:) মো. কামরুল ইসলাম, নির্বাহী পরিচালক (আইটি)খান আবু রুশদ এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।