ঠাকুরগাঁওয়ে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির সার্ভিস সেন্টারের আয়োজনে শনিবার দুপুরে আরডিআরএস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডায়মন্ড লাইফের ঠাকুরগাঁও এক্সিকিউটিভ ডিরেক্টর জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কোম্পানির ভাইস চেয়ারম্যান রিয়াদ মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক পিপলু বিশ্বাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) হুমায়ুন কবির, (আরডি) নজিবুল হক নজু, মহা-ব্যবস্থাপক (উন্নয়ন প্রশাসন ও কোম্পানি) সচিব রফিকুজ্জামান।

এছাড়াও ঠাকুরগাঁও সার্ভিসিং সেন্টারের জিএম বাবু প্রফুল্ল কুমার বর্মন, ডিজিএম মো. রফিউল আজাদ, এজিএম মো. আব্দুল মতিন, সিনিয়র ম্যানেজার জাহাঙ্গীর আলম প্রমূখ উন্নয়ন সভায় বক্তব্য রাখেন।

উক্ত উন্নয়ন সভায় কোম্পানির ভাইস-চেয়ারম্যান ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের ঠাকুরগাঁও অফিসের সকল কার্যক্রম শতভাগ অনলাইন সিস্টেমের আনুষ্ঠানিক ঘোষণা দেন। উন্নয়ন সভায় ডিসেম্বর ২০১৭ সালের ব্যবসার লক্ষ্যমাত্রা ৭০ লাখ টাকা গ্রহণ করা হয়।

উন্নয়ন সভায় ঠাকুরগাঁওয়ে কর্মরত ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নানা বিষয়ে আলোচনার মধ্য দিয়ে দিনব্যাপী এ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।