দ্বিতীয়বার আইসিএসবি সিলভার অ্যাওয়ার্ড পেল সন্ধানী লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: কর্পোরেট গভর্ন্যান্স ও আর্থিক স্বচ্ছতার মানদণ্ডে ধারাবাহিক উৎকর্ষের স্বীকৃতি হিসেবে ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৪-এ লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি দ্বিতীয়বারের মতো এই সম্মাননা অর্জন করায় সংশ্লিষ্টরা এটিকে কোম্পানির ধারাবাহিক সক্ষমতা, জবাবদিহি এবং সুশাসনের পথে অগ্রগতির একটি শক্তিশালী প্রমাণ হিসেবে দেখছেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি। অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. খাইরুজ্জামান মজুমদার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। এছাড়াও বাংলাদেশ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইঁয়াসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
কোম্পানির পক্ষে চেয়ারম্যান মজিবুল ইসলাম এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা সিলভার অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে আইসিএসবি ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।




