সানলাইফ ইন্স্যুরেন্সের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হলে ২৬ সেপ্টম্বর মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। আইপিওতে যাওয়ার পর এটি কোম্পানির ৫ম বার্ষিক সাধারণ সভা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোম্পানির চেয়ারপার্সন অধ্যাপক রুবিনা হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস শাবানা মালেক, ড. কাজী আক্তার হামিদ, এডভোকেট শায়লা ফেরদৌস শান্তাজ বানু, আলহাজ্ব মফিজুর রহমান, রাহাত মালেক, রায়ান হামিদ এবং কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম।

সানলাইফ ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থপনা পরিচালক (অর্থ ও হিসাব) ও কোম্পানি সচিব মো. রবিউল আলম এসিএস এর পরিচালনায় সভায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও ড.কল্যাণ কৃষ্ণ চক্রবর্তী এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আসলাম রেজা, প্রধান কার্যলয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।