ময়মনসিংহে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা গ্রাহক মরহুম শামীম মিয়ার মৃত্যুদাবী বাবদ ৫১ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার কোম্পানির ময়মনসিংহ সার্ভিস সেন্টারে এই চেক হস্তান্তর করা হয়।
জেনিথ ইসলামী লাইফের মানব সম্পদ বিভাগের মহা-ব্যবস্থাপক ও কোম্পানি সচিব আবদুর রহমান মরহুমের নমিনি তার মা মোসাম্মৎ ফাতেমা খাতুনের নিকট এই চেক হস্তান্তর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগের ব্যবস্থাপক মো. আবদুর রহমান, ময়মনসিংহ সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. মাইনুল হাসান, ধোবাউড়া শাখা অফিসের ইনচার্জ ওয়াহিদুজ্জামান খায়ের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।