ওলিস সিম্পোজিয়ামে অংশ নিতে জাপানে গিয়াস উদ্দিন
ডেস্ক রিপোর্ট: ওলিস নামে পরিচিত জাপানের স্বনামধন্য ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার (ইনকরপোরেটেড ফাউন্ডেশন) আয়োজিত ‘ওলিস সিম্পোজিয়াম’ এ অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন ট্রাস্ট ইসলামী লাইফের এএমডি মোহাম্মদ গিয়াস উদ্দিন।
আজ মঙ্গলবার বেলা আড়াইটায় তিনি জাপানের টোকিওতে পৌঁছান। এরআগে গতকাল সোমবার জাপানের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন। দু'দিনের এই সিম্পোজিয়ামে মাধ্যমে বীমা শিল্পের উপর দক্ষতা অর্জন করবেন ট্রাস্ট ইসলামী লাইফের এই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক।
এরআগে গিয়াস উদ্দিন জানান, গত ২৪ মে ওলিস'র প্রশিক্ষণে অংশগ্রহণ করার পর তারা আমন্ত্রণ জানায় তাদের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করার। বিশ্বের বীমা ব্যক্তিত্বদের অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে সেখানে সবার জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা পরিচালনা আরো সমৃদ্ধ করার জন্য এই অভিজ্ঞতা অনেক কাজে দিবে। দেশের বীমা শিল্পকে এগিয়ে নিতে হলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হয়, সে জন্য আধুনিক এবং সমসাময়িক জ্ঞান অর্জনের প্রয়োজন রয়েছে। এ ধরণের আন্তর্জাতিক সেমিনার এ ক্ষেত্রে অনেক কার্যকর।
সংগঠনটি বিশ্বব্যাপী বীমা শিল্পের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রতি বছর বিশ্বের বাছাইকৃত বীমা ব্যক্তিত্বদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। ২০১৭ সালের স্প্রিং সেশন থেকেই মোহাম্মদ গিয়াস উদ্দিন নিয়মিত অংশগ্রহণ করে আসছেন।
উল্লেখ্য, তিনি জাপান থেকে ফেরার সময় ২৮ অক্টোবর ২০১৭ ইং চীনে একটি মেলায় অংশগ্রহণ করবেন। (সংবাদ বিজ্ঞপ্তি)