নাটোরে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নাটোর সার্ভিস সেন্টারে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম, প্রধান কার্যালয়ের লিগ্যাল রিটেইনার এডভোকেট তনয় কুমার সাহা এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ারুল হক।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইনচার্জ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির স্থানীয় কর্মকর্তা ও উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)