নবায়ন সংগ্রহ সর্বনিম্ন ৮০% নিশ্চিত করতে হবে: ড. এসএম নুরুজ্জামান

ডেস্ক রিপোর্ট: নবায়ন প্রিমিয়াম সংগ্রহ বাড়ানোর আহবান জানিয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান। কোম্পানির সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, নবায়ন প্রিমিয়াম সংগ্রহ সর্বনিম্ন ৮০ শতাংশ নিশ্চিত করতে হবে।

শুক্রবার দিনাজপুর সার্ভিস সেন্টারে ব্যবসা উন্নয়ন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় কোম্পানির বার্ষিক সম্মেলন বাস্তবায়নে আগামী ৩০ তারিখের মধ্যে ব্যাংক জমা নিশ্চিত এবং ২০১৭ সালের ডিসেম্বর ক্লোজিং যথা সময়ে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের লিগ্যাল রিটেইনার এডভোকেট তনয় কুমার সাহা।

সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইনচার্জ মো. আনছারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট প্রফেসর মোখলেছুর রহমান। কোম্পানির স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা এতে উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)